As Featured In:
আমি কি করি
কর্ম জীবনের পাশাপাশি গবেষনায় যা পেলামঃ তা হলো; কুরআন ও সুন্নাহ ব্যাতীত মুক্তির আর কোন পথ নেই; তাই সেই পথেই চলার চেষ্টা ও সাথীদের আহবান 🙂
আমার দল
ইসলামে অনেক দল রয়েছে সবাই কোন না কোন দলে জরিত, আমার ও দল আছে আমার দল হলো সেই দল যেই দলের কথা আল্লাহ কুরআন মাজীদের ৩ নাম্বার সূরার ১০৪ নাম্বার আয়াতে বলেছেন।
আমি বলি
কুরআন হলো সমগ্র মানব জাতির জন্য গাইডলাইন; আর সেই গাইডলাইন অনুযায়ী রাসূল সাঃ-কে মানাও আমাদের জন্য ফরজ। তাই কুরআন ও সুন্নাহ অনুযায়ী যে চলবে সেই সফলকাম ইনশাআল্লাহ।
আমি লিখি
আমি লিখি কিছু ওয়েবসাইটে ও সোশ্যল মিডিয়াতে- যেখানে আহবান জানানো হয় কুরআন ও সুন্নাহর প্রতি এবং সকল দল বাদ দিয়ে এক আল্লাহর মনোনীত দল করতে যার নাম মুসলিম।
পরামর্শ প্রয়োজন?
ইসলাম এর সঠিক দ্বীনের ব্যাপারে যেহেতু আমরা কোন ব্যাক্তি বা দলের সাথে জরিত না- তাই কুরআন সুন্নাহ অনুযায়ী পরামর্শ দিয়ে থাকি।

আমার ওয়েবসাইট ও লেখনি
আমার লেখা সমূহর মধ্যে ওয়েব হলোঃ মাদবর ডটকম * সালাফিবিডি ডটকম * কুরআনের পথ * ফেসবুক * টুইটার ও উইকিপিডিয়া-তে । আমি চেষ্টা করি কুরআন সুন্নাহ অনুযায়ী কিছু লেখার- আপনাদের সকলের নিকট দুয়া প্রার্থী যেন কোন ভ্রান্ত মতবাদ আমাকে গ্রাস না করে- আল্লাহ যেন সত্য ও সঠিক পতের উপর টিকে থাকার ও ঈমান নিয়ে মৃত্যবরণ করার তৌফীক দান করেন; আমিন।
Web Developer
Web Designer
Propagation of Islam
উপদেশ
“যেখানেই থাকুন যে কাজেই থাকুন- সর্বদা আল্লাহকে স্মরনে রাখুন, কখনো ফরজ ইবাদত এর সাথে হেয়ালিপানা করবেন না; নিয়মিত স্বলাত আদায় করুন; রসুল সাঃ-এর মতকরে স্বলাত আদায়ের চেষ্টা করুন! দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করুন, ছোট খাট বিষয় নিয়ে তর্কে না জরানোই হলো উত্তম- কিন্তু আল্লাহর বিরুধী বা শিরক এর কাজে অবশয়ই বাধা প্রদান করুন কেউ মানুক বা না মানুক আপনার দায়িত্ব পালন করুন। পরিবারের সকলকে পর্দায় চলানোর চেষ্টা করুন; বিনা প্রয়োজনের বাড়ির মহিলারা যেন বাহিরে না যায় খেয়াল রাখুন; হে আল্লাহ আমাদের হেফাযত করুন, আমিন।
মোখলেসুর রহমান মাদবর